17.3 C
New York
20.1 C
Zurich
31.2 C
Dhaka
Tuesday, September 9, 2025
HomeNew yorkঅতি-উচ্চতায় থাকা মাদারশিপ থেকে গুপ্তচর ড্রোন চালাতে চায় ইউএস আর্মি

অতি-উচ্চতায় থাকা মাদারশিপ থেকে গুপ্তচর ড্রোন চালাতে চায় ইউএস আর্মি

ইউএস আর্মি নিজেদের সামরিক শিল্প খাতের কাছে এমন একটি মানববিহীন বিমান ব্যবস্থা (Unmanned Aircraft System) খুঁজছে, যা মধ্য বা অতি-উচ্চতার প্ল্যাটফর্ম থেকে চালু করা যাবে এবং বুদ্ধিমত্তা, নজরদারি এবং পর্যবেক্ষণের মতো কাজ সম্পাদন করতে পারবে।

সম্প্রতি ফেডারেল বিজনেস অপারচুনেটিস পোর্টাল স্যাম.গভ (Sam.gov)-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, স্পেশাল ইলেকট্রনিক মিশন এয়ারক্রাফট প্রোডাক্ট ডিরেক্টরেট, যা ইউএস আর্মির ফিক্সড-উইং এয়ারক্রাফ্ট প্রজেক্ট অফিসের একটি অংশ, ২০২৬ অর্থবছরে অপারেশনাল সক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা করেছে । 

‘লঞ্চড ইফেক্টস’ (এলই) সিস্টেমগুলো ‘এক্সিকিউটিভ জেট’ ক্যাটাগরির এয়ারক্রাফ্টের হার্ডপয়েন্টগুলোতে সংযুক্ত হবে, যেমন বোম্বারডিয়ার জি৬৫০০। এই এয়ারক্রাফ্টগুলো ৪১ হাজার ফুট উচ্চতার ওপরে কাজ করবে এবং ৪০০ নটসের বেশি গতি নিয়ে সাত ঘণ্টার বেশি সময় ধরে উড়তে সক্ষম হবে। এই কারণেই এলই এবং এর সেন্সরগুলোকে -৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘ সময় টিকে থাকতে হবে। 

লঞ্চড ইফেক্টস হলো ইউএস আর্মির একটি কল্পিত মনুষ্যবিহীন সেগমেন্ট যা বিভিন্ন ক্ষমতা প্রদানের জন্য তৈরি করা হচ্ছে, যেমন টার্গেটিং, নজরদারি, পর্যবেক্ষণ, নেটওয়ার্ক প্রসারণ বা কাইনেটিক স্ট্রাইক। লঞ্চড ইফেক্টস মাটি এবং আকাশ উভয় প্ল্যাটফর্ম থেকেই মোতায়েন করা যাবে। 

আরএফআই অনুসারে, এলই সিস্টেমগুলো এয়ারক্রাফ্টের উইং পাইলনে বহন করা হবে এবং এয়ারক্রাফ্টের কনফিগারেশনে থাকা অবস্থায় মোতায়েন করা যাবে। 

ইউএস আর্মির এভিয়েশন পোর্টফোলিওতে নতুন দিক 

লঞ্চড ইফেক্টস প্রয়াসটি আর্মির এভিয়েশন পোর্টফোলিওতে একটি নতুন দিক নির্দেশ করে, যা ড্রোন এবং এলই প্ল্যাটফর্মগুলোকে যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হওয়ার প্রধান সরঞ্জাম হিসেবে অগ্রাধিকার দেয়। 

আর্মি লঞ্চড ইফেক্টস দ্রুত বিকাশ এবং মোতায়েনের জন্য কাজ করছে। তারা বিভিন্ন ধরনের এলই, যা বিভিন্ন পরিসীমা এবং গতিতে উড়তে সক্ষম, তৈরির পরিকল্পনা করছে। 

২০২০ সালে, আর্মি ১০টি কোম্পানিকে পরিপক্ক মিডিয়াম-রেঞ্জ লঞ্চড ইফেক্টস প্রযুক্তি সরবরাহের জন্য নির্বাচন করেছিল। এর মধ্যে থেকে ৫টি কোম্পানিকে প্রোটোটাইপ তৈরি করতে নির্বাচিত করা হয়, যেখানে প্রতিটি কোম্পানি সিস্টেমের একটি ভিন্ন উপাদান সরবরাহ করে। 

অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ এয়ার ভেহিকেল সরবরাহ করছে। ২০২১ সালে অ্যান্ডুরিল এরিয়া-আই, যা আলটিয়াস ৭০০ এর প্রকৃত নির্মাতা, অধিগ্রহণ করে। আলটিয়াস ৭০০ পাঁচ বছরের বেশি সময় ধরে আর্মির লঞ্চড ইফেক্টস মূল্যায়নে ব্যবহৃত হয়ে আসছে। 

কলিন্স অ্যারোস্পেস মিশন সিস্টেম সরবরাহ করছে এবং অরোরা ফ্লাইট সায়েন্সেস সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে কাজ করছে। টেকনোলজি সার্ভিস কর্প এবং নর্থরপ গ্রুম্যান ইনফরমেশন সিস্টেম মডুলার পেলোড সরবরাহ করছে। 

মিডিয়াম-রেঞ্জ এলই-এর বিকাশ মিসাইলস অ্যান্ড স্পেস প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসের সঙ্গে মিলিত হয়ে করা হবে, যাতে এটি একটি হেলিকপ্টার-চালিত লং-রেঞ্জ প্রিসিশন মুনিশন প্রয়োজন পূরণ করতে পারে। 

ইউএস আর্মি শর্ট-রেঞ্জ এবং লং-রেঞ্জ এলই-এর ওপরও কাজ করছে। শর্ট-রেঞ্জ সংস্করণের প্রোটোটাইপিং ২০২৫ অর্থবছরের প্রথম দিকে শুরু হবে এবং ২০২৯ পর্যন্ত চলবে। লং-রেঞ্জ সিস্টেমের জন্য প্রস্তাবের অনুরোধ ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেওয়া হবে, যা মূল সময়সূচির এক বছর আগে। 

এছাড়াও, ইউএস আর্মি আরও অতি-উচ্চতার প্ল্যাটফর্ম, যেমন বেলুন বা দীর্ঘস্থায়ী, সোলার-পাওয়ারড ফিক্সড-উইং প্ল্যাটফর্ম, যা স্ট্রাটোস্ফিয়ারে কাজ করতে সক্ষম, এর জন্য লঞ্চড ইফেক্টস নিয়ে পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেছে। 

সূত্র: ডিফেন্স নিউজ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles