32.4 C
New York
25.8 C
Zurich
27.3 C
Dhaka
Tuesday, July 1, 2025
HomeDhakaঅল্প কথায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

অল্প কথায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

এতে কোন সন্দেহ নেই যে, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভীষণ নাজুক। এবং দীর্ঘ সময় ধরে এই এরিয়াতে আমরা যথেষ্ট অমনোযোগী কোনো এক অজানা কারণে। Air- defence system এর একটা সাধারণ বয়ান এখানে তুলে ধরছি:

০১▪️ বাংলাদেশে আক্ষরিক অর্থে কোনো দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র নেই। যেমন: S – 300, S – 400 অথবা পেট্রিয়ট সমমানের।

০২▪️ আমরা এই মুহূর্তে যেটা ব্যবহার করছি, তাহলো স্বল্প থেকে মাঝারি পাল্লার FM – 90, QW – 2, এবং

MANPADS. যা আধুনিক বিমানবাহিনীকে মোকাবেলা করতে অপারগ।

০৩▪️ যদি শত্রু High altitude থেকে আক্রমণ চালায়, তখন সেটা Face করার সামর্থ্য প্রশ্নবিদ্ধ। এমনকি Missile Threats গুলো আগাম বুঝবার জন্য আমাদের হাতে উপযুক্ত কোনো টেকনোলজি নেই।

০৪▪️ আমাদের সীমিত Radar coverage এর কারণে প্রচুর Gap তৈরি হবে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এবং পাহাড়ি অঞ্চলে। ফলে আমরা শত্রুর সঠিক আক্রমণ ক্ষন চিহ্নিত করতে অনেকখানি পিছিয়ে থাকবো। অনেকগুলো Technical error থেকে যাবে।

০৫▪️ সত্যি কথা বলতে, আমাদের কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই Over- the – Horizon (OTH).

অনেক উপর থেকে আক্রমণ পরিচালনা করলে আমরা অনেকটাই নিরুপায়, এটা কর্তাব্যক্তিদেরকে বুঝতে হবে।

০৬▪️ বাংলাদেশে এখন পর্যন্ত সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা হয়নি। এবং এ নিয়ে কোনো কথা- বার্তা কোথাও নেই।

০৭▪️ পুরনোদিনের Anti – Aircraft Gun এবং মান্ধাতা আমলের Radar ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে এবং এর কার্যকারিতা যৎসামান্য। যদিও তা এখনো ব্যবহার হচ্ছে Key – point গুলোতে।

০৮▪️ আমাদের বিমানবাহিনীর Airborne সক্ষমতা যৎসামান্য। উদাহরণ স্বরূপ বলতে হচ্ছে এই ব্যবস্থা দিয়ে মিয়ানমার বিমান বাহিনীকে রোধ করতেও যথেষ্ট বেগ পেতে হবে।

০৯▪️ মনে রাখতে হবে পুরনো ব্যবস্থা দিয়ে আধুনিক Threat মোকাবেলা করা কখনও সম্ভব নয়।

১০▪️ BAF এর হাতে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, বিশেষ করে Beyond Visual Range (BVR) কোথায়?

১১▪️ Ground Air Defence এর সাথে যুদ্ধ বিমান স্কোয়াড্রন এর মধ্যে এখনো কোন উল্লেখযোগ্য Integration গড়ে তোলা সম্ভব হয়নি আজও – পুরো মানচিত্র বিবেচনায়।

১২▪️ আধুনিক যুদ্ধ উপযোগী Electronic Counter Measures (ECM) প্ল্যাটফর্ম এর কাজ আমরা এখনো শুরু করতে পারিনি। এমনকি আধুনিক Jamming ব্যবস্হাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স এবং টেকনোলজি থেকে অনেকটাই পিছিয়ে আছি।

এগুলো নিঃসন্দেহে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্হার জন্য একটা বড় দুর্বলতা।

লেখকঃ  এস জি কিবরিয়া দীপু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles