27.8 C
New York
13.1 C
Zurich
25 C
Dhaka
Sunday, April 20, 2025
HomeDhakaআকাশ প্রতিরক্ষায় শক্তির জানান দিলো ইরান

আকাশ প্রতিরক্ষায় শক্তির জানান দিলো ইরান

ইরানের হাতে রয়েছে এমন সব ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল বা আইসিবিএম যা পরমাণু বোমা বহনে সম্ভব। পশ্চিমা হিসাবেই, ইরানের কাছে রয়েছে নয় ধরনের মিসাইল। এরমধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে শাহেদ সিরিজের গুলো; এগুলোর মারণ ক্ষমতা বিষ্ময়কর।

শুধু মিসাইলই নয়, শক্রর আক্রমণ মোকাবেলায় ইরানের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। যার কথা এতোদিন জানা না গেলেও, শনিবার মধ্যরাতে ইসরায়েলের চালানো হামলা ঠেকিয়ে দেওয়ার পর এনিয়ে জোর চর্চা চলছে সবখানে।

কী আছে ইরানের হাতে, এই প্রশ্নের উত্তর হন্য হয়ে খুঁজছে পশ্চিমারা। আপাতত জানা গেছে, ইরানের হাতে রয়েছে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ভয়েস অফ আমেরিকার মতে, ইসরায়েলে যেমন রয়েছে আয়রন ডোম, ডেভিড’স স্লিঙ্গ এবং অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তেমনি ইরানের হাতেও রয়েছে নানা ধরণের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি হলো রাশিয়ার তৈরি এস-৩০০। প্রতিপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে এর জুড়ি নেই। রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও ইরানের রয়েছে নিজেদের প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর একটি হলো ‘আরমান’ এবং অন্যটি ‘আজরাখশ’।

মাঝারি পাল্লার উচ্চতর কৌশলগত আরমান সিস্টেমটি ১৮০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ১২০ কিলোমিটারের মধ্যে তাদের ধ্বংস করতে পারে। আরমান সিস্টেম তিন মিনিটেরও কম সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। এই ব্যবস্থায় শাহেদ সিরিজের তিনটি অত্যাধুনিক মিসাইল ব্যবহার করা হয়।

অন্যদিকে, আজরাখশ সিস্টেম ড্রোনসহ ছোট আকারের আকাশযানের হুমকি নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ সুবিধা দেয়। দুই সিস্টেমেই রয়েছে উন্নত ত্রিমাত্রিক রাডার সিস্টেম, একটি অপটিক্যাল সার্চ সিস্টেম এবং অত্যন্ত নিখুঁত প্রযুক্তির শনাক্তকরণ ডিভাইস, যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে শক্রর লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। সিস্টেমটি বিভিন্ন যানবাহনে স্থাপন করা যায় এবং অপারেশনের দিন-রাতে ব্যবহার করা যায়।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আরমান দিয়ে উড়ে আসা যে কোন ব্যালেস্টিক মিসাইলকে নিষ্ক্রিয় করা যায় মাঝ আকাশেই। এই সিস্টেমে রাখা শাহেদ তিন মিসাইলটি আকাশে বিচরণ করে যে কোন তাপ পরিবাহী বস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। অন্যদিকে, আকাশ বেয়ে উড়ে আসা ড্রোনসহ নানা ধরনের ছোট খাটো হুমকিতে ব্যর্থ করে দিতে সক্ষম-আজরাখশ সিস্টেম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles