যে জাতি গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে, তার নিজস্ব একটা গেরিলা ফরমেশন থাকা দরকার। উন্নত শহরগুলোর জন্য গেরিলা যুদ্ধের ট্রেনিং, পলিসিস, ট্যাক্টিক্যাল সাপোর্টগুলো নির্ণয় করে রাখা দরকার। গেরিলা যুদ্ধের পলিসিগুলো নিজেদের ঢঙে সাজানোই বুদ্ধিমানের কাজ হবে।