24.7 C
New York
23.1 C
Zurich
26 C
Dhaka
Tuesday, April 29, 2025
HomeDhakaপারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী বানাচ্ছে চীন

পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী বানাচ্ছে চীন

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরির পরিকল্পনা করছে চীন। এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ করলো দেশটি। রণতরী তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।

জানা গেছে, একটি বিমানবাহী রণতরীতে ব্যবহার করার মতো পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করেছে বৈশ্বিক জলসীমায় প্রভাব বিস্তারে মুখিয়ে থাকা বেইজিং।

চীন একটি বিশাল রণতরীর জন্য পারমাণবিক শক্তিচালিত প্রপালশন সিস্টেম নিয়ে কাজ করছে—এমন তথ্য নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র।

চীন পরমাণু অস্ত্রের জন্য প্লুটোনিয়াম বা ট্রিটিয়াম উৎপাদনে চুল্লি নির্মাণ করছে এমন সন্দেহে দক্ষিণ–পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারি গবেষকেরা।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, প্রকল্পের দরপত্র, কর্মীদের নথিপত্র এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানান, রণতরীর জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন।

চীনের পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে ’বেস ৯০৯’ নামে একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে।

সাধারণ বিমানবাহী রণতরীর তুলনায় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরিতে বেশি সময় লাগে। তবে এই রণতরীগুলো সমুদ্রে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। জ্বালানি ও অস্ত্রের জন্য বেশি জায়গা থাকায় এই রণতরীগুলোতে সাধারণ রণতরীর চেয়ে বেশি যুদ্ধবিমান বহন করা যায়। এছাড়া শক্তিশালী প্রযুক্তি পরিচালনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম এসব রণতরী।

রণতরীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম নৌবাহিনী চীনের। তাদের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে।

চীনের সামরিক বাহিনী সরাসরি না জানালেও বিশেষজ্ঞরা বলছেন, চীনা শিপইয়ার্ডগুলোর একসঙ্গে একাধিক ক্যারিয়ার নির্মাণের এবং একই সময়ে একটি পারমাণবিক শক্তিচালিত রণতরী নির্মাণেরও সক্ষমতা রয়েছে।

বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রয়েছে কেবল যুক্তরাষ্ট্রের। মোট ১১টি পারমাণবিক রণতরী আছে দেশটির। এরপরও চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান আধুনিকায়নে পেন্টাগন উদ্বিগ্ন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

অনুবাদ: মাহাদী আহমেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles