15.5 C
New York
17.3 C
Zurich
33.7 C
Dhaka
Tuesday, September 9, 2025

বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে অনেকে আবোলতাবোল প্রশ্ন করছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে, তাদের সমসাময়িক আকাশ যুদ্ধ সম্পর্কে হয়তো সম্যক ধারণা নেই।

মনে রাখতে হবে, যুদ্ধ বিমান কৌশলগত জাতীয় নিরাপত্তা বিধানের স্বার্থে একটা ছোট সেতু, মসজিদ- মন্দির, স্কুল, কোনো বিদেশী দুতাবাস কিম্বা দর্শক ভর্তি স্টেডিয়ামের নিরাপত্তায় নিয়োজিত হতে পারে।

এজন্যই তার প্রশিক্ষণ সবসময় বিশেষ মহড়া অঞ্চলে অনুষ্ঠিত হবে তার কোনো মানে নেই। বরং বহু ক্ষেত্রে জনবহুল অঞ্চল হতে পারে তার Central strategic interest. এ কারণে প্রায়শই আমরা জনবহুল ঢাকা শহরের বাড়ির ছাদের সামান্য কিছু উপর দিয়ে উড়ে যেতে দেখি যুদ্ধ বিমান, যা মূলত Urban aerial warfare এর অংশ হয়ে থাকে।

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর শেষ Sortie টা ছিল – ১৫ ডিসেম্বর ১৯৭১, স্হান: জগন্নাথ হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঐদিন ৪ টা যুদ্ধবিমান জগন্নাথ হলের ওপর দিয়ে বেশ কয়েকবার চক্কর দিয়ে ঘাঁটতে ফিরে যায়। সেই যুদ্ধের শেষ Sortie টা ছিল একটা ছোট্ট Community interest কে serve করা।

বি. দ্র:

CONFIDENTIAL / DATA Technical report:

Liberation War 1971

Indian Air Force Sortie Details by Date.

Eastern Air Command, IAF.

Writer: Sgkibbria Dipu

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles