বাঙ্কার বাস্টার হলো বিশেষ ধরনের বোমা যা মাটির গভীরে বা সুরক্ষিত কংক্রিটের নিচে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে- যেখানে সাধারণ বোমা কাজ করে না।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সংস্করণ জিবিইউ-৫৭ যা ৩০ হাজার পাউন্ড (প্রায় ১৩ হাজার ৬০৭ কেজি) ওজনের। জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডনেন্স পেনেট্রেটর (এমওপি) নামের শক্তিশালী এই বাঙ্কার-ভেদী বোমা একটানা ২০০ ফুট (৬১ মিটার) পাথর বা কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। এটি কেবল বি-২ বোমারু বিমান দিয়ে ছোঁড়া যায় এবং প্রতিটি বিমানে দুটি করে বহন করা যায়।
ইসরায়েলও যুক্তরাষ্ট্র থেকে বানানো জিবিইউ-২৮ এবং বিএলইউ-১০৯ বাঙ্কার বাস্টার ব্যবহার করে, যা এফ-১৫ যুদ্ধবিমান থেকে ছোঁড়া যায়। তবে এসব বোমা খুব গভীর বাঙ্কারের বিরুদ্ধে তেমন কার্যকর নয়।
সূত্র: আল-জাজিরা