32.4 C
New York
25.8 C
Zurich
27.3 C
Dhaka
Tuesday, July 1, 2025
HomeDhakaবাঙ্কার বাস্টার বোমা কী?

বাঙ্কার বাস্টার বোমা কী?

বাঙ্কার বাস্টার হলো বিশেষ ধরনের বোমা যা মাটির গভীরে বা সুরক্ষিত কংক্রিটের নিচে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে- যেখানে সাধারণ বোমা কাজ করে না।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সংস্করণ জিবিইউ-৫৭ যা ৩০ হাজার পাউন্ড (প্রায় ১৩ হাজার ৬০৭ কেজি) ওজনের। জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডনেন্স পেনেট্রেটর (এমওপি) নামের শক্তিশালী এই বাঙ্কার-ভেদী বোমা একটানা ২০০ ফুট (৬১ মিটার) পাথর বা কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। এটি কেবল বি-২ বোমারু বিমান দিয়ে ছোঁড়া যায় এবং প্রতিটি বিমানে দুটি করে বহন করা যায়।

ইসরায়েলও যুক্তরাষ্ট্র থেকে বানানো জিবিইউ-২৮ এবং বিএলইউ-১০৯ বাঙ্কার বাস্টার ব্যবহার করে, যা এফ-১৫ যুদ্ধবিমান থেকে ছোঁড়া যায়। তবে এসব বোমা খুব গভীর বাঙ্কারের বিরুদ্ধে তেমন কার্যকর নয়।

সূত্র: আল-জাজিরা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles