32.4 C
New York
25.8 C
Zurich
27.3 C
Dhaka
Tuesday, July 1, 2025
HomeDhakaভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান হলেন পরাগ জৈন

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান হলেন পরাগ জৈন

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) জ্যেষ্ঠ কর্মকর্তা পরাগ জৈন। তিনি পূর্ববর্তী প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হয়েছেন, যার মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। তার আগেই গত শনিবার (২৮ জুন) ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি পরাগ জৈনের নাম অনুমোদন করেছে।

১ জুলাই থেকে পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের কর্মকর্তা ছিলেন তিনি।

গোয়েন্দা মহলে ‘সুপার স্লুথ’ নামে পরিচিত পরাগ জৈন প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দক্ষতার জন্য পরিচিত। তার এই দক্ষতার জন্যই তাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়া হয়েছে।

‘র’-এর আগে তিনি ভারতের অ্যাভিয়েশন রিসার্চ সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তার উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে একটি হলো ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে তার নেতৃত্বে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। অভিযানটি মাত্র ২৫ মিনিট স্থায়ী হয়েছিল।

সূত্র জানায়, বহু বছরের গোয়েন্দা তথ্য সংগ্রহ, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং পরিশ্রমী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই অভিযান সম্ভব হয়েছে।

পরাগ জৈন একজন সংগঠিত ও বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনি পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পদে পদোন্নতি পান, যদিও তখন তিনি কেন্দ্রীয় ডেপুটেশনে ছিলেন।

২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সময় এবং ‘অপারেশন বালাকোট’ চলাকালে পাকিস্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তার কাঁধে।

জাতীয় নিরাপত্তা কাঠামোয় তার অবদানের জন্য তাকে কেন্দ্রীয় ডিজিপির সমতুল্য পদে বিবেচনায় নেওয়া হয়। এছাড়াও তিনি কানাডা ও শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসে প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles