26.6 C
New York
21.4 C
Zurich
28.1 C
Dhaka
Saturday, July 19, 2025
HomeDhakaযুক্তরাষ্ট্র থেকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা পেতে যাচ্ছে ইউক্রেন

যুক্তরাষ্ট্র থেকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা পেতে যাচ্ছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয় পেতে ইউক্রেনকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বুধবার (১৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এই সহায়তা প্যাকেজে বিমান প্রতিরক্ষাব্যবস্থা, সাঁজোয়া যান, গোলাবারুদসহ প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আমেরিকান জনগণ, বাইডেন ও কংগ্রেসকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। ওই পোস্টে, যুদ্ধে বিজয়লাভের জন্য কিয়েভের পাঁচ দফা পরিকল্পনা নিয়ে বাইডেনের সঙ্গে আলাপের কথাও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, ‘আমি বাইডেনকে সম্মিলিতভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছি। এসময় ইউক্রেনীয় সেনাদের অতিরিক্ত প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেছি আমরা।’

রাশিয়াকে কূটনীতির পথে আসতে বাধ্য করতে ইউক্রেনকে শক্তিশালী করতে প্রস্তুত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

সূত্র: রয়টার্স, স্ট্রাইপস ডটকম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles