21.9 C
New York
21.2 C
Zurich
27 C
Dhaka
Saturday, April 19, 2025
HomeDhaka২০২৪ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

২০২৪ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

মাতৃভূমির স্বার্বভৌমত্ব রক্ষা ও শত্রু দেশের হুমকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটি দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই প্রেক্ষিতে বিশ্বের উল্লেখযোগ্য প্রায় দেড় শতাধিক দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)। সবশেষ তালিকায় চলতি বছর ১৪৫টি দেশ স্থান পায়। এসব দেশের সামরিক শক্তির ক্ষমতার ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিং করে প্রকাশ করা হয় দেশের নাম।

মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছে তৃতীয় বিশ্বযুদ্ধের। এমন পরিস্থিতিতে বিশ্বের কোন দেশগুলো সামরিক শক্তির বিবেচনায় শীর্ষে অবস্থান করছে, অনেকের মনে সেই প্রশ্ন উঁকি দিচ্ছে।

সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের র‌্যাংকিং অনুযায়ী আসুন জেনে নিই, শীর্ষে থাকা ২৫টি সামরিক শক্তিশালী দেশের নাম-

১। মার্কিন যুক্তরাষ্ট্র

২। রাশিয়া

৩। চীন

৪। ভারত

৫। দক্ষিণ কোরিয়া

৬। মার্কিন যুক্তরাজ্য

৭। জাপান

৮। তুরষ্ক

৯। পাকিস্তান

১০। ইতালি

১১। ফ্রান্স

১২। ব্রাজিল

১৩। ইন্দোনেশিয়া

১৪। ইরান

১৫। মিশর

১৬। অস্ট্রেলিয়া

১৭। ইসরায়েল

১৮। ইউক্রেন

১৯। জার্মানি

২০। স্পেন

২১। পোল্যান্ড

২২। ভিয়েতনাম

২৩। সৌদি আরব

২৪। তাইওয়ান

২৫। থাইল্যান্ড।

উল্লেখ্য, সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, চলতি বছর সামরিক শক্তিতে শীর্ষ দেশ হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সবার শেষে ১৪৫ নাম্বার দেশ হিসেবে তালিকায় নাম ছিল ভুটানের।এছাড়া চলতি বছর সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান তিন ধাপ এগিয়ে ৩৭ তম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles