15.5 C
New York
17.3 C
Zurich
33.7 C
Dhaka
Tuesday, September 9, 2025

আসলে যাহা Chengdu J – 7 / F – 7 তাহাই Mig – 21 দুটোই একই Variant.

J – 7 / F – 7 চীনের তৈরি, আর Mig – 21 রাশিয়ার তৈরি। আমাদের দুর্ঘটনায় কবলিত যুদ্ধ বিমানটি J – 7 /

F – 7 এই মুহূর্তে পৃথিবীর যেসব দেশে এই বিমানটি Operational, সেগুলো হচ্ছে:

১. বাংলাদেশ বিমান বাহিনী

২. ইরানিয়ান বিমান বাহিনী

৩. মিয়ানমার বিমান বাহিনী

৪. নামিবিয়া বিমান বাহিনী

৫. নাইজেরিয়া বিমান বাহিনী

৬. উত্তর কোরিয়া বিমান বাহিনী

৭. পাকিস্তান বিমান বাহিনী

৮ শ্রীলঙ্কান বিমান বাহিনী

৯. সুদান বিমান বাহিনী

১০. তানজানিয়ান বিমান বাহিনী

১১. জিম্বাবুয়ে বিমান বাহিনী

যে বয়ানটি দেওয়া হচ্ছে J – 7 / F – 7 কে নিয়ে তা উদ্দেশ্য প্রণোদিত। Operation Sindoor এ চীনাদের সফলতাকে ম্লান করার চেষ্টা দেখলাম ঢাকাতে। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা তো থাকবে।

এখানে বাংলাদেশ – চীন কৌশলগত সম্পর্ককে নস্যাৎ করার চেষ্টা এবং একই সাথে চীনের Hardware কে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ সামনে চলে আসলো।

বাংলাদেশ বিমান বাহিনী যখন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করছে, ঠিক তখনই একটা বিপদ এসে উপস্থিত হলো।

দুঃখের রেশ কমুক তারপর আমরা খুঁজে দেখবো পেছনে অন্যকিছু ঘটেছিল কিনা❓

ইতিহাস স্বাক্ষ্য দেয় অন্তত ৮ – ১০ টি অতীতের বিমান দুর্ঘটনা স্বাভাবিক ছিলনা। নো প্রবলেম।

আমাদের দৃষ্টি এখন অনেক দুরে যায়। অতএব . . .

লেখক: Sgkibbria Dipu

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles