15.3 C
New York
5.2 C
Zurich
24 C
Dhaka
Friday, April 18, 2025
HomeNew yorkস্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে দেশে একটি যুদ্ধ মহড়া দেয়া যেতে পারে।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে দেশে একটি যুদ্ধ মহড়া দেয়া যেতে পারে।

#War_Excercise

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে দেশে একটি যুদ্ধ মহড়া দেয়া যেতে পারে। যেখানে রাষ্ট্র্বের প্রতিটি প্রশাসনিক কাঠামো অন্তর্ভুক্ত থাকা বাঞ্চনীয়। এখানে রাষ্ট্রের তিন অঙ্গ- বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগের অংশগ্রহণ অনেক গুরুত্ব বহন করবে। পাশাপাশি সকল রাজনৈতিক দল থেকে নির্বাচিত সদস্যদের অংশগ্রহণ মহড়ায় যৌক্তিকতা তৈরী করবে।
রাষ্ট্রের সকল বাহিনীকে যুক্ত করার পাশাপাশি জনগণের সর্ব শ্রেনী পেশার নির্বাচিত মানুষদের এই মহড়ায় অংশগ্রহণ করানো দরকার। কার্যত রাষ্ট্রে এধরনের মহড়া অন্তত প্রতি ১০ বছর অন্তর অন্তর আয়োজন করা উচিত। যেন চূড়ান্ত মুহুর্তে একটি জনপদ যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles