15.3 C
New York
5.2 C
Zurich
24 C
Dhaka
Friday, April 18, 2025
HomeDhakaজটিল সময়ে ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর

জটিল সময়ে ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর

♦ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক জটিল সময়ে পাকিস্তান সফর করছেন। এটি কোন সাধারন সফর নয়। এটি খুব বেশী মাত্রায় নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট এবং আগামীতে গুরুত্বপূর্ণ পর্যায়ে দুই দেশ কিভাবে Intelligence sharing নিয়ে কাজ করবে তা খুঁজে দেখা।

এমনকি উচ্চ পর্যায়ের Tactical cooperation নিয়ে যৌথ উদ্যোগ এ কাজ চলতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবেনা।

ইসলামাবাদ ও তেহরান দুই দেশে তাদের লিয়াঁজো অফিসও খুলতে পারে, যেখান থেকে সামরিক অপারেশন মনিটরিং করা হতে পারে, যা কিনা শক্তির ভারসাম্য ঠিক করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে।

বি: দ্র : আজকের আন্ধলিক পরিস্হতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন ইসলামাদে ভূ- রাজনীতির ( Geo- politics) পারদ লাল দাগ প্রায় ছুয়ে ফেলেছে। এই মুহূর্তে ইরান – পাকিস্তান কি আলোচনা করছে তা জানতে India – USA – Israel এর একটা Common Strategic Axis নিশ্চয়ই চুপ চাপ বসে থাকবে না।

মনে রাখতে হবে ভারতের সাথে ইজরাইলের এবং আমেরিকার Secret information sharing চুক্তি রয়েছে। এবং এই চুক্তি আঞ্চলিক স্বার্থের প্রতিকূল এ যাবে বলেই আমার অনুমান। দেখা যাক…..

লেখক: Sgkibbria Dipu

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles