27.8 C
New York
13.1 C
Zurich
25 C
Dhaka
Saturday, April 19, 2025
HomeZurich৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার নির্মাণে সবুজ সংকেত যুক্তরাজ্যের

৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার নির্মাণে সবুজ সংকেত যুক্তরাজ্যের

বিশ্বব্যাপী কৌশলগত গুরুত্ব সম্পন্ন ৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণ প্রকল্প ‘গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম’(জিসিএপি)-এর জন্য সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রকল্পটি যৌথভাবে জি-৭ সদস্য দেশ যুক্তরাজ্য, ইতালি ও জাপানের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার ও তার মন্ত্রিসভা প্রকল্পটির অনুমোদন দিয়েছেন, এবং আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।

এই উদ্যোগ রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মোকাবেলায় গৃহীত হয়েছে। জিসিএপি প্রকল্পটি যুক্তরাজ্য ও ইতালির ‘টেম্পেস্ট প্রকল্প’ এবং জাপানের ‘এফ-এক্স প্রোগ্রাম’কে একত্রিত করবে। ইতোমধ্যে যুক্তরাজ্য টেম্পেস্ট প্রকল্পে প্রাথমিকভাবে ২ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে।

গত বছর ডিসেম্বরে ইতালি, জাপান ও যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে, যুক্তরাজ্যের লেবার পার্টির ‘স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ’ (এসডিআর)-এর কারণে দেশের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রধানমন্ত্রী স্টারমারের অনুমোদনের মাধ্যমে সেই সংশয় কেটে গেছে।

প্রকল্পের সুনির্দিষ্ট ব্যয় এখনও জানা যায়নি, তবে ২০৩৫ সালের মধ্যে স্টেলথ ফাইটার নির্মাণ ও কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি পরিচালনায় যুক্ত রয়েছে ব্রিটিশ বিমান নির্মাতা বিএই সিস্টেমস, ইঞ্জিন নির্মাতা রোলস-রয়েস, ইতালির লিওনার্দো অ্যারোস্পেস ও জাপানের মিৎসুবিসি হেভি ইন্ডাস্ট্রিজ।

তিন দেশের চুক্তি অনুযায়ী, যৌথ জিসিএপি সরকারের সদর দফতর যুক্তরাজ্যে স্থাপন করা হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাজ্য গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের গর্বিত অংশীদার এবং আমাদের জাপান ও ইতালির সহযোগীদের সঙ্গে মিলে আমরা ২০৩৫ সালের জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

যদি নির্ধারিত সময়সীমায় প্রতিশ্রুতি পূরণ হয়, তাহলে জিসিএপি  প্রকল্পের ৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২১ রেইডার বোমার পরে বিশ্বের দ্বিতীয় এমন যুদ্ধবিমান হবে। 

বি-২১ রেইডার বোমারটি ৬ষ্ঠ প্রজন্মের স্টেলথ প্রযুক্তি, উন্নত নেটওয়ার্কিং সুবিধা এবং ওপেন সিস্টেম আর্কিটেকচারের জন্য পরিচিত। এটি এমন উপাদান দিয়ে তৈরি যা শত্রুর এলাকা প্রবেশাধিকার ও প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলা করতে সক্ষম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles