15.3 C
New York
5.2 C
Zurich
24 C
Dhaka
Friday, April 18, 2025
HomeNew yorkমার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর সাইবার গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর পরিচালক ও উপপরিচালককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই সিদ্ধান্তের ব্যাপারে অবগত সিনেট ও হাউস গোয়েন্দা কমিটির সদস্য এবং সাবেক দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল টিমোথি হফ, যিনি শুধু এনএসএ নয়, মার্কিন সাইবার কমান্ড—সেনাবাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সাইবার ইউনিট—এরও নেতৃত্ব দিচ্ছিলেন, তাকে বরখাস্তের ঘটনা গোটা মার্কিন গোয়েন্দা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা।

সাবেক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হফের ডেপুটি ওয়েন্ডি নোবেল-কেও একইভাবে অপসারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সিনেট ও হাউস গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাটরা। সিনেটর মার্ক ওয়ার্নার এবং প্রতিনিধি জিম হাইমস বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসা হফকে বরখাস্ত করার নিন্দা জানান।

তবে হফ এবং নোবেলকে কেন হঠাৎ করে অপসারণ করা হলো, সে বিষয়ে এখনো পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

সাবেক দুই কর্মকর্তা ধারণা করছেন, অভিজ্ঞ সামরিক কর্মকর্তা এবং সাইবার কমান্ডের ডেপুটি লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম হার্টম্যানকে এনএসএ’র ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles