যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ দ্রুত ফুরিয়ে আসছে— এমনই সতর্কবার্তা দিয়েছেন পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমরা মাত্র ৮ দিন যুদ্ধ করতে পারবো, তারপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তৈরি হতে পারে।
ম্যাকগ্রেগর আরো বলেন, আমাদের এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে যুদ্ধ সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। এখনই বিদেশে অস্ত্র পাঠানো বন্ধ না করলে বড় বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র।
এই মন্তব্য আসে এমন সময়ে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন করে বিশাল পরিমাণ মার্কিন অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন।
রাশিয়া একাধিকবার অভিযোগ করেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দূরপাল্লার অস্ত্র দিচ্ছে, সেগুলো রুশ ভূখণ্ডে বেসামরিক মানুষকে লক্ষ্য করে ব্যবহৃত হচ্ছে। এতে শান্তিপ্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা অভিযোগ তুলেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেন, ইউক্রেন যদি এসব অস্ত্র ব্যবহার করে, তাহলে যুদ্ধের ধরন পুরোপুরি পাল্টে যাবে। আমরা পরিস্থিতি বুঝে উপযুক্ত সিদ্ধান্ত নেব। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ন্যাটো কি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ছে?