About Us
"নিরাপত্তায় উন্নত মম শির" মৌলিক চাহিদার পর পরই প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা এসে মানব জীবনে হাজির হয় তা হলো 'নিরাপত্তা'। একবিংশ শতাব্দীর বাংলাদেশ এখন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মনোযোগী হওয়ার উপযুক্ত। দক্ষিণ এশিয়ায় একমাত্র রাষ্ট্র বাংলাদেশই আন্তর্জাতিক রাজনীতিতে অপার সম্ভাবনা নিয়ে অবস্থান করছে। 'ইন্টেল' (একটি নিরাপত্তা বিষয়ক ছোট কাগজ) বিশ্বাস করে মানুষের মধ্যে নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যাবে। সমাজে নিরাপত্তাখাত নিয়ে সবসময় মানুষের মধ্যে একধরনের ট্যাবু কাজ করে। এগুলা নিয়ে কথা বলা যাবে না, এসব বিষয় শোনা যাবে না, এগুলা নিয়ে ভাবা আমাদের কাজ নয় ইত্যাদি ইত্যাদি। স্বাধীনতার ৫০ বছরেও এধরনের প্রবণতা খুবই দুশ্চিন্তার। নানামুখী সীমাবদ্ধতা নিয়ে চিন্তার উপনিবেশিক গন্ডী থেকে বেড়িয়ে ট্যাবু প্রবণতা কাটিয়ে উঠার একটি মাধ্যম হতে পারে 'ইন্টেল'। খাদ্য নিরাপত্তা, বাসস্থান নিরাপত্তা, বস্ত্র নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, শিক্ষা বিষয়ক নিরাপত্তা সহ আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে একটি সচেতন প্রজন্ম তৈরীতে ''ইনটেল'' দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ। এক্ষেত্রে 'ইন্টেল' নিরাপত্তা সংক্রান্ত সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সর্বাত্মক সহযোগীতা করবে এবং এদের থেকে ইন্টেলও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা রাখে। বি.দ্র. : * ইন্টেল এর নিয়মিত সংখ্যা পেতে ইনবক্স করুন। * ইন্টেলে নিরাপত্তা বিষয়ক লেখা পাঠাতে ইনবক্স করতে পারেন। * ইন্টেলের নিয়মিত পাঠক হতে এই পেজ ফলো রাখতে পারেন।